সিরিয়ার কোনো অংশ দখলের ইচ্ছা নেই তুরস্কের

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদের পতনের পর দেশটির কোনো অংশ দখলের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, গতকাল শুক্রবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘সিরিয়ার ভূখণ্ডের কোনো অংশের প্রতি তুরস্কের লোভ নেই।’ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে আঙ্কারার হুমকি নিয়ে উদ্বেগ বাড়ছে এমন সময়ে এই মন্তব্য এলো।