মাস্কের ডিওজিইর তৎপরতা ঠেকাতে
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
১৯টি অঙ্গরাজ্যের মামলা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ১৯ জন ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেল নিউইয়র্কের ফেডারেল আদালতে মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে যে, ইলন মাস্কের নেতৃত্বাধীন ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ বা ডিওজিই অবৈধভাবে মার্কিন ট্রেজারি বিভাগের গুরুত্বপূর্ণ পেমেন্ট সিস্টেমের ডেটায় প্রবেশ করেছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন, ট্রেজারি বিভাগের অর্থ লেনদেন ব্যবস্থা আমেরিকানদের সামাজিক সুরক্ষা নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে। ট্রাম্প প্রশাসন ডিওজিইকে এই তথ্যভান্ডারে প্রবেশে অনুমতি দিয়েছে, যা ফেডারেল আইনের লঙ্ঘন। ডিওজিই মূলত সরকারি খরচ কমানোর লক্ষ্যে গঠিত হলেও, এই সংস্থার হাতে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চলে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
