সৌদি আরবের জ্বালানি বহির্ভূত খাতে রেকর্ড প্রবৃদ্ধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
গত জানুয়ারিতে সৌদি আরবের জ্বালানি তেল বহির্ভূত খাতে গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। রিয়াদ ব্যাংকের সাম্প্রতিক জরিপ অনুসারে সৌদি আরব ক্রয় ব্যবস্থাপনা সূচক (পিএমআই) জানুয়ারিতে ৬০.৫-এ পৌঁছেছে, যা ডিসেম্বরে ছিল ৫৮.৪ ছিল। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের পর এটি সর্বোচ্চ স্তরে পৌঁছলো। সাধারণত, পিএমআই সূচক ৫০-এর উপরে থাকলে তা অর্থনীতির ইতিবাচক প্রবৃদ্ধির প্রতিফলন বলে ধরে নেয়া হয়।
জানুয়ারিতে নতুন কার্যাদেশের সূচক ব্যাপক বৃদ্ধি পেয়ে ৭১.১-এ পৌঁছেছে। গত ডিসেম্বরে যা ছিল ৬৫.৫। এই প্রবৃদ্ধি এই খাতের অভূতপূর্ব সম্প্রসারণের প্রমাণ দেয়। জরিপ অনুযায়ী, এই প্রবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে সৌদি আরবের অনুকূল অর্থনৈতিক নীতি ও নতুন অবকাঠামোগত প্রকল্প। এর ফলে, গ্রাহকদের চাহিদা যেমন বেড়েছে, তেমনি রপ্তানির ক্ষেত্রেও উন্নতি দেখা গেছে। রিয়াদ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ নাইফ আল গহিথ বলেন, রপ্তানি কার্যাদেশের উত্থান স্থানীয় বাজারের চাহিদা বাড়াতেও সাহায্য করছে, বিশেষ করে গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) দেশগুলোর মধ্যে। তিনি আরো বলেন, অর্থনীতির এই সম্প্রসারণ সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের চলমান প্রচেষ্টাকে শক্তিশালী করছে। সৌদি সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে জ্বালানি তেল বহির্ভূত খাতের প্রবৃদ্ধি ৪.৬% পর্যন্ত পৌঁছেছে, যা দেশটির মোট জিডিপি বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে।
