রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত থামানোর চাপ ট্রাম্পের

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

অবিলম্বে ইউক্রেন যুদ্ধ থামাতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে সম্প্রতি ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তিনি। ওই ফোনালাপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্টও আর মানুষের প্রাণহানি দেখতে চান না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস জানিয়েছেন, যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে চলতি সপ্তাহে ইউরোপের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মার্কিন প্রতিনিধিরা। আগামীকাল শুক্রবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সব বৈঠকের মাধ্যমে ইউক্রেন সংকটের একটি সমাধান চান ট্রাম্প। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, এই ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তোড়জোড় দৃশ্যমান হলেও তাদের এ-সংক্রান্ত পরিকল্পনা এখনো স্পষ্ট নয়।

গত সপ্তাহেই ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ৮০ বছরের অবসরপ্রাপ্ত জেনারেল কিথ কেলোগকে তার ইউক্রেন ও রাশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। নিয়োগের পর তার ওপর প্রথম যে দায়িত্ব বর্তায় তা হলো, ১৪-১৬ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মিত্রদের সঙ্গে ইউক্রেনে শান্তি ফেরানোর বিষয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি তুলে ধরা। সেখানে বিশদ আলোচনার পর কিয়েভ সফরে যাওয়ার কথা রয়েছে তার। মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন কিথ কেলোগ।