ইরানে এক বছরে ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানে ২০২৪ সালে অন্তত ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত বৃহস্পতিবার দুইটি মানবাধিকার সংগঠন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বলা হচ্ছে, সাম্প্রতিককালে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর ব্যাপকভাবে বেড়েছে। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) ও ফরাসি গ্রুপ ইসিপিএম জানিয়েছে, ২০০৮ সালে আইএইচআর ইরানে মৃত্যুদণ্ড রেকর্ড করা শুরু করার পর থেকে এক বছরে এই সংখ্যাটি সর্বোচ্চ।

২০২৩ সালে দেশটিতে ৮৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়। যদিও এর আগে ৭ জানুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানান, ২০২৪ সালে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানে হত্যাকাণ্ড, মাদক চোরাচালান, ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো বড় অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, চীনের পর ইরানই প্রতিবছর সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে চীনের হিসাব পাওয়া যায় না। লকার তুর্ক জানান, ইরানে ৯০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ডের খবর পেয়েছে জাতিসংঘ।