তুরস্ককে সতর্কবার্তা দিল ইরান
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন ‘ভুল বক্তব্য ও অবাস্তব বিশ্লেষণ’ থেকে বিরত থাকা উচিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সহকারী মাহমুদ হেইদারি বলেছেন, তেহরান ও আঙ্কারার অভিন্ন স্বার্থ এই ধরনের মন্তব্য এড়ানোর প্রয়োজনীয়তা সৃষ্টি করে, যা দুই দেশের মধ্যে বিরোধ ও উত্তেজনা বাড়াতে পারে। গত সোমবার তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিরলাংগিচের সঙ্গে বৈঠকে হেইদারি এ কথা বলেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। তিনি বলেন, ‘উভয় দেশের অভিন্ন স্বার্থ এবং এই অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায়, ভুল তথ্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকা জরুরি। এগুলো মতবিরোধ ও উত্তেজনার কারণ হতে পারে।’ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদানের ইরানের নীতির বিষয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে হেইদারি বলেন, ইসরাইলি শাসনের আগ্রাসন ও সম্প্রসারণবাদই এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ‘সবচেয়ে বড় হুমকি’।
তিনি আরও বলেন, ‘প্রধান ইসলামি দেশগুলোর উচিত, ফিলিস্তিনের জনগণ এবং সিরিয়াসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো।’
