কূটনৈতিক মিত্রতা গভীর করতে সম্মত ইসলামাবাদ-কাবুল
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান ও আফগানিস্তান বাণিজ্য, নিরাপত্তা ও আফগান শরণার্থীদের নিয়ে চলমান দ্বিপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের কূটনৈতিক সম্পৃক্ততা জোরালো করার বিষয়ে সম্মত হয়েছে। গত শনিবার কাবুলে পাকিস্তানের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত মুহাম্মদ সাদিক ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির মধ্যে এক বৈঠকে দু’দেশের মধ্যে এ সমঝোতা হয়। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগে দুই দেশের মধ্যে সম্পর্ক নাজুক হয়ে ওঠার পর কূটনৈতিক সম্পর্ক উজ্জীবিত করতে পাকিস্তানি দূত সাদিক তিন দিনের এক সফরে প্রতিবেশী দেশ আফগানিস্তানে গিয়েছেন। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনিষ্পন্ন বিষয়গুলোর সমাধান করতে উভয়পক্ষ যৌথ বৈঠক করা ও প্রতিনিধি বিনিময়ের বিষয়টিতে জোর দিয়েছে। বৈঠকের পর পাকিস্তানি দূত সাদিকও সামাজিক মাধ্যম এক্স এ করা পোস্টে একই মনোভাব ব্যক্ত করেছেন। পোস্টে তিনি বলেছেন, উভয় দেশ উচ্চ পর্যায়ের সম্পর্ক বৃদ্ধিতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করতে সংলাপের বিষয়ে সম্মত হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নিরাপত্তা উদ্বেগ প্রাথমিক সমস্যা হলেও আলোচনায় প্রাথমিকভাবে বাণিজ্য ও ট্রানজিটে গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে তাৎক্ষণিক কোনো সমাধান ছাড়াই বিতর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। বিবৃতিতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, ট্রানজিট এবং আফগানিস্তান ও পাকিস্তানের জনগণের মধ্যে আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।’ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী তোরখাম সীমান্ত বন্দর টানা ২৭ দিন বন্ধ থাকার পর আবার খোলার মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য ফের চাঙ্গা হয়েছে।
