প্রায় ৩০ দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করবেন ট্রাম্প

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

বৈদেশিক কূটনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। এ সংক্রান্ত নথিগুলো মার্কিন গণমাধ্যমটির কাছে রয়েছে। ওই নথিতে সোমালিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম কমানোর কথা বলা হয়েছে। পাশাপাশি অন্যান্য কূটনৈতিক মিশনগুলোর আকার পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেই ধনকুবের ইলন মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দেন ডোনাল্ড ট্রাম্প। মসদনে বসার পর থেকে ব্যয় কমানোর দিকে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এতে তাকে সহায়তা করছেন ইলন মাস্ক। এর জেরে দূতাবাস ও কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তারা। তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সায় দেবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।