‘ফিলিস্তিনপন্থি’ হওয়ায় আটক সেই তুকি শিক্ষার্থীকে ভার্মন্টে স্থানান্তরের আদেশ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

টাফটস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তুর্কি নাগরিক রুমেসা ওজতুর্ককে ‘অসাংবিধানিক আটক’ চ্যালেঞ্জ করে মামলা চলাকালীন ভার্মন্টে স্থানান্তরিত করার রায় দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত।
স্থানীয় সময় গত ১৮ এপ্রিল এই রায় দেওয়া হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের। গত ২৫ মার্চ ম্যাসাচুসেটসের সোমারভিলে তার বাড়ির কাছের রাস্তায় ওজতুর্ককে মুখোশ পরা ওজতুর্ককে সাদা পোশাকের ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা আটক করে। নিউ হ্যাম্পশায়ার এবং ভার্মন্টসহ তিনটি রাজ্যের একাধিক জায়গায় গাড়ি চালিয়ে লুইসিয়ানার বেসিলের একটি আইসিই কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়। যার ফলে তার পক্ষে আইনি সাহায্য এবং সম্প্রদায়ের অ্যাক্সেস পাওয়া কঠিন হয়ে পড়ে। ওজতুর্ক যে সেই সময় ভার্মন্টে ছিলেন তা না জেনেই তার আইনজীবী ম্যাসাচুসেটসে হেবিয়াস পিটিশন দায়ের করেন।
ফলস্বরূপ, ম্যাসাচুসেটসের একজন বিচারক মামলাটি ভার্মন্টে স্থানান্তরিত করার নির্দেশ দেন। গত সোমবার বিচারক উইলিয়াম কে. সেশনস সরকার এবং ওজতুর্কের আইনি পরামর্শদাতার যুক্তি শুনেছিলেন। ওজতুর্কের আইনজীবীদের মতে, ওজতুর্ককে লুইসিয়ানায় স্থানান্তর করা ফেডারেল আদালতের এখতিয়ারকে হেরফের করার একটি প্রচেষ্টা। এরপর বিচারক সেশনস গত শুক্রবার রায় দিয়েছেন, সরকারকে ১ মে-র মধ্যে ওজতুর্ককে ভার্মন্টে ফিরিয়ে আনা উচিত। ওজতুর্কের আইনি দল আদালতের রায়কে স্বাগত জানিয়েছে।
