রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৯ জন নিহত
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
রাতভর রুশ বাহিনীর সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে আগুন লাগে, ভবন ভেঙে পড়ে এবং বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। এতে ৯ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম মেসেজিং অ্যাপে স্টেট ইমার্জেন্সি সার্ভিস লিখেছে, ধ্বংসস্তূপের নিচে মানুষজনের সন্ধান অব্যাহত রয়েছে।
সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে শহরের কেন্দ্র থেকে পশ্চিমে সভিয়াতোশিনস্কি জেলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়ে যাওয়ার পর। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাজধানীর ১৩টি স্থানে উদ্ধার তৎপরতা চলছে, যেখানে ক্লাইম্বিং বিশেষজ্ঞ ও স্নিফার কুকুর ব্যবহার করা হচ্ছে। চল্লিশটি স্থানে আগুন লেগেছে।
