কুরস্ক মুক্ত ইউক্রেনের শেষ সেনাটিকেও বের করে দেওয়ার দাবি রাশিয়ার
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
রাশিয়ার কুরস্ক অঞ্চলে বছরখানেক আগে অভিযান শুরু করেছিল ইউক্রেন। অঞ্চলটির কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করেছিল কিয়েভ। দীর্ঘ সময় লড়াইয়ের পর অবশেষে অঞ্চলটি কিয়েভের সেনাদের দখলমুক্ত হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সামরিক বাহিনী ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল সম্পূর্ণভাবে মুক্ত করেছে। গতকাল শনিবার ক্রেমলিন থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় পুতিন রুশ সেনাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সেনারা গত গ্রীষ্মে অঞ্চলটিতে আক্রমণকারী ‘নব্য-নাৎসি গোষ্ঠীগুলোকে’ পরাজিত করতে অংশ নিয়েছিল। পুতিন বলেন, কিয়েভ রেজিমের দুঃসাহসিক অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে তাদের সবচেয়ে যুদ্ধ-প্রস্তুত, প্রশিক্ষিত ও পশ্চিমা মডেলের সরঞ্জামে সজ্জিত সেনারাও রয়েছে। এর প্রভাব পুরো রণক্ষেত্রে দেখা যাবে। পুতিনের মতে, রুশ বাহিনীর এই সাফল্য যুদ্ধের অন্যান্য অংশে আরও অগ্রগতির পথ তৈরি করবে। এটি সংঘাতের চূড়ান্ত বিজয়কে আরও কাছে নিয়ে আসবে বলেও তিনি মন্তব্য করেন। কুরস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের পশ্চাদপসরণ দেশটিকে আলোচনার টেবিলে আরও দুর্বল করে ফেলবে।
