সোমালিয়ায় সামরিক রাডার স্থাপন করল আরব আমিরাত
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
একটি গোপন চুক্তির অংশ হিসেবে সোমালি অঞ্চলের পুন্টল্যান্ডে একটি সামরিক রাডার স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। গত রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত এই বছরের শুরুতে সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের বোসাসো বিমানবন্দরের কাছে একটি সামরিক রাডার স্থাপন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, রাডারের উদ্দেশ্য হল ড্রোন বা ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করা এবং প্রাথমিক সতর্কতা প্রদান করা, বিশেষ করে হুথিরা বাইরে থেকে বোসাসোকে লক্ষ্য করে যে হামলা করতে পারে। মার্চের প্রথম দিকের স্যাটেলাইট চিত্রে রাডারের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। এতে দেখা গেছে, বোসাসো বিমানবন্দরের কাছে ইসরাইলের নির্মিত ইএলএমণ্ড২০৮৪ ৩ডি অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যানড অ্যারে মাল্টি-মিশন রাডার ইনস্টল করা হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণ থেকে পুন্টল্যান্ড এবং এর বিমানবন্দরকে রক্ষা করার জন্যই কেবল রাডারটির উদ্দেশ্য নয়, বরং বিমান পরিবহনের তথ্য থেকে জানা গেছে, এটি সুদানের আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেকে অস্ত্র, গোলাবারুদ এবং সরবরাহ পরিবহনের সুবিধা প্রদান করে, যা সুদানে চলমান গৃহযুদ্ধকে আরও তীব্র করছে।