ভারতের সঙ্গে সংঘাতে ১১ সেনা ও ৪০ বেসামরিক মানুষ নিহত
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের সঙ্গে সংঘাতে হতাহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিষয়ে তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। গতকাল এএফপি ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়। আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ভারতের ‘বিনা উসকানিতে হামলার’ বিরুদ্ধে পাকিস্তানকে সুরক্ষা দিতে অন্তত ১১ সেনা নিহত ও ৭৮ সেনা আহত হয়েছেন।
