ইসরায়েলের হাইফা বন্দরে সমুদ্র অবরোধের ঘোষণা হুথিদের
প্রকাশ : ২১ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ইসরায়েলের চলমান সংঘর্ষের জবাবে ইসরায়েলের হাইফা বন্দরের বিরুদ্ধে তথাকথিত ‘সমুদ্র অবরোধ’ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত সোমবার ইরান-সমর্থিত গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভাষণে সারিয়া বলেন, ‘এই ঘোষণার মুহূর্ত থেকে উক্ত বন্দরটিকে লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। এই বন্দর বা এতে যাতায়াতকারী সব জাহাজ সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এখনই বিষয়টি অবহিত করা হচ্ছে।’
হুথিরা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে। যদিও তারা যুক্তরাষ্ট্রের জাহাজের ওপর হামলা স্থগিত রাখতে রাজি হয়েছে। তাদের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ইসরায়েল কর্তৃপক্ষ প্রতিহত করেছে। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। এরমধ্যে ৬ মে ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে চালানো এক হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং বিমানবন্দরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।