এবার গুগলের বিরুদ্ধে ‘আইনি ব্যবস্থা’ নেবে ইরান
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
পারস্য উপসাগরের নাম বিকৃত করার অভিযোগে গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ইরানের ন্যাশনাল ভার্চুয়াল স্পেস সেন্টার। গত বুধবার এক অনুষ্ঠানে সংস্থাটির আইন ও সংসদ বিষয়ক উপ-প্রধান মোহাম্মদ-সাদেক ফারাহানি এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ। মোহাম্মদণ্ডসাদেক ফারাহানি বলেন, ‘দেশের সাইবারস্পেস তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ হিসেবে আমরা ইরানের সাংস্কৃতিক পরিচয় রক্ষা করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাকে আমাদের কর্তব্য বলে মনে করি।’
তিনি বলেন, আমরা আশা করি আইন বিশেষজ্ঞ এবং স্কলারদের সহযোগিতার মাধ্যমে, আমরা গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে পারব এবং ইরানের প্রতি আমাদের কর্তব্য পালন করতে পারব। ফারাহানি জোর দিয়ে বলেন, ন্যাশনাল ভার্চুয়াল স্পেস সেন্টার ইরানি জনগণের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।