ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর গোপন নথি প্রকাশ করবে ইরান
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
দখলদার ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো সংক্রান্ত গোপন নথি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরান। চলতি সপ্তাহে দেশটি দাবি করে, তাদের গোয়েন্দারা দখলদারদের হাজার হাজার নথি যোগাড় করতে সমর্থ হয়েছে। গত রোববার ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব জানান, ইসরায়েলের গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর কয়েক হাজার নথি হাতে পেয়েছেন তারা। যারমধ্যে আছে পারমাণবিক অবকাঠামোর তথ্য ও পরিকল্পনার নথি। তিনি বলেন, শিগগিরই এসব নথি প্রকাশ করা হবে। এই মন্ত্রী জানান, ইরানের হয়ে গোয়েন্দাগিরি করা দুই ইসরায়েলি নাগরিক রই মিজরাহি এবং আলমোগ আত্তাইসের গ্রেপ্তার সংক্রান্ত কিছু নথিও এতে রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল। আর এমন সময় ইরান জানিয়েছে তারা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর নথি পেয়েছে।