মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে এয়ার ইন্ডিয়ার এক ডজনেরও বেশি বিমানের গতিপথ বদল

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের হামলার পরে ইরান তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। তাই এয়ার ইন্ডিয়ার অন্তত ১৬টি বিমান হয় ফিরে গেছে অথবা গতিপথ বদল করেছে। খবর বিবিসি বাংলার। ভারতের বিমান পরিবহণ সংস্থাটি তার এক্স হ্যান্ডেলে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতেই তাদের এই সিদ্ধান্ত। যেসব বিমানকে ফিরতে হয়েছে অথবা পথ বদল করতে হয়েছে, সেগুলির বেশিরভাগই ইউরোপ ও উত্তর আমেরিকার দিকে যাচ্ছিল অথবা সেদিক থেকে আসছিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, ওইসব বিমানের যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।