ইমরান খানের জামিন আবেদন খারিজ করলেন লাহোর হাইকোর্ট
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
২০২৩ সালের ৯ মে সহিংসতার ঘটনায় দায়ের করা আটটি মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদন খারিজ করে দিয়েছে লাহোর হাইকোর্ট। গত মঙ্গলবার এই রায় ঘোষণার পর পিটিআই একে ‘ন্যায়বিচারের চরম অপমান’ বলে আখ্যা দিয়েছে।
বিচারপতি শাহবাজ আলি রিজভির নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ উভয় পক্ষের যুক্তি উপস্থাপনের পর এই সিদ্ধান্ত দেন। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
ইমরান খানের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, ইমরানকে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ওই মামলায় জড়ানো হয়েছে, যখন তিনি আগেই একটি মামলায় আটক অবস্থায় ছিলেন। তারা দাবি করেন, ইমরান খানের সহিংসতার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। ২০২৩ সালের ৯ মে, একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
