‘ইসরায়েলে টানা দুই বছর হামলা চালালেও ইরানের অস্ত্র শেষ হবে না’
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-র উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, ইরান যদি প্রতিদিন ইসরায়েলে হামলা চালায় এবং তা আগামী দুই বছর অব্যাহত থাকে, তারপরও তাদের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মজুত শেষ হবে না। তিনি বলেন, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও ইরানের সশস্ত্রবাহিনী প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ইব্রাহিম জাব্বারি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে গত সোমবার বলেন, ইসরায়েলের ওপর প্রতিদিন হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা এখনও ইরানের রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সর্বোচ্চ অবস্থায় রয়েছে। আমাদের অস্ত্রাগার, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও অন্যান্য সামরিক স্থাপনাগুলো বেশ বিস্তৃত। এখনও আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ও কার্যকর ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই প্রদর্শন করিনি।’ তিনি আরও বলেন, ‘ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি যুদ্ধ শুরু হয়, তারপরও আমাদের ঘাঁটিগুলো শেষ হবে না।’
