ইউরেনিয়াম প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না তেহরান

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো পরমাণু আলোচনায় বসবে না ইরান। গত সোমবার বিষয়টি জানিয়েছে এএফপি। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি বেলায়েতি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে বলেন, ‘সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনো আলোচনা হবে না।’ এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সম্ভাব্য বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কবে, কোথায় এবং কখন বৈঠক হবে, তা এখনও ঠিক হয়নি।’ চলতি বছরের এপ্রিল থেকে পাঁচ দফা বৈঠক হলেও উভয় পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ২০১৮ সালে শেষ পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার পর এটিই ওয়াশিংটন-তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম আলোচনা। ওমানের মধ্যস্থতায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।