ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর অবিরাম হামলা চালিয়ে যাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। এতে আরও তিন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস গত শনিবার জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনিসে তিনটি ইসরায়েলি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি লক্ষ্য করে জটিল অভিযান পরিচালনা করেছেন। ব্রিগেডসের বিবৃতিতে বলা হয়, তারা আগে থেকে পেতে রাখা এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে দুটি সাঁজোয়া যান ধ্বংস করেছেন, যেগুলো কমান্ড চেম্বারের ভেতরে স্থাপন করা ছিল। বিস্ফোরণে সাঁজোয়া যান দুটি সম্পূর্ণভাবে ধ্বংস ও দগ্ধ হয় এবং ভেতরে থাকা সেনারাও নিহত হন। তৃতীয় সাঁজোয়া যানটি খান ইউনিসের আবাসান আল-কবিরা এলাকায় ইয়াসিন-হানড্রেড ফাইভ শেলের আঘাতে আক্রান্ত হয়।
বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, খান ইউনিসে গত শনিবারের প্রতিরোধ অভিযানে তিনজন দখলদার সেনা নিহত হয়েছেন। কাসসামের বিবৃতিতে আরও বলা হয়, তাদের যোদ্ধারা দেখতে পান, একটি ইসরায়েলি সামরিক বুলডোজার আগুন নেভাতে ধ্বংসপ্রাপ্ত যানগুলোকে মাটি চাপা দিচ্ছে। একই সময়ে ইসরায়েলি হেলিকপ্টার ঘটনাস্থলে অবতরণ করে সেনাদের সরিয়ে নিচ্ছে। আগের দিন আল-কাসসাম জানায়, তাদের যোদ্ধারা খান ইউনিসের দক্ষিণে কোর্ট কমপ্লেক্সের কাছে একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে মর্টার শেল দিয়ে আঘাত হানেন।
পৃথক অভিযানে খান ইউনিসের উত্তরে আল-সাত্তার এলাকার পশ্চিমাংশে, স্ট্রিট ফাইভের মোড় সংলগ্ন স্থানে, একটি ইসরায়েলি নামার সাঁজোয়া যানকে ইয়াসিন হানড্রেড ফাইভ রকেটচালিত গ্রেনেড দিয়ে আঘাত করেন তারা। হামলার সময় ওই সাঁজোয়া যানের ওপর এক ইসরায়েলি সেনা অবস্থান করছিলেন বলে নিশ্চিত করা হয়েছে।
এদিন প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডসের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, তারা মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বে অগ্রসরমান ইসরায়েলি সামরিক যানগুলোকে লক্ষ্য করে উচ্চণ্ডশক্তিসম্পন্ন বিস্ফোরকভর্তি একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটান। এতে দখলদার বাহিনীর মধ্যে প্রাণহানি এবং ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।
এদিকে, প্রতিরোধ হামলায় গত শনিবার আরও এক দখলদার সেনার প্রাণহানির কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা নিশ্চিত করেছেন, গাজায় প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় জুলাই মাসে তাদের ১৬তম সেনা নিহত হয়েছেন।
গত শনিবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, নিহত সেনা ৩২ বছর বয়সী এক রিজার্ভ সদস্য, যিনি গত সপ্তাহে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এক বিস্ফোরণে আহত হন এবং পরে মারা যান। ওই বিস্ফোরণে আরও এক ইসরায়েলি রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হন বলে জানা গেছে। সেনাবাহিনীর মতে, নিহত বেতজালেল ইয়েহোশুয়া মোসবাখার ছিলেন গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া ৮৯৬তম ইসরায়েলি সেনা। তবে গাজার প্রতিরোধ যোদ্ধাদের দাবি, ইসরায়েলি সেনাদের প্রকৃত প্রাণহানির সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তারা অভিযোগ করেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী নিজেদের জনগণ এবং আন্তর্জাতিক জনমতকে বিভ্রান্ত করার জন্য প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করছে। সমালোচকদের মতে, এই ধরনের কৌশল ইসরায়েলকে যুদ্ধ দীর্ঘায়িত করার অজুহাত দাঁড় করাতে সাহায্য করে।
