ইমরান খানের জামিন প্রত্যাখ্যানের আদেশ চ্যালেঞ্জ

সুপ্রিম কোর্টে আবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান লাহোর হাইকোর্টের জামিন না দেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। ৯ মে ২০২৩ সালের সহিংসতার মামলাগুলোর একটিতে জামিন না পাওয়ায় এই আবেদন করা হয়। গতকাল রোববার সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে বলা হয়, ইমরান খানকে ওই দাঙ্গার ষড়যন্ত্রের সঙ্গে জড়ানোর জন্য সরকারপক্ষ তিনটি ভিন্ন ভিন্ন বর্ণনা দেয় যেগুলো ভিন্ন ভিন্ন আদালতে প্রত্যাখ্যাত হয়েছে। ইমরানের পক্ষে তার আইনজীবী সালমান সাফদার বলেন, সরকার প্রথমে দাবি করেছিল, জামান পার্কে ৭ মে এক পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্রের কথা শুনেছেন।