যুক্তরাষ্ট্রের বক্তব্যে ক্ষুব্ধ হামাস

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি আলোচনায় হামাসের অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে সংগঠনটি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে যুদ্ধবিরতির প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন তারা।

গত শনিবার এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশক বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার বিশেষ দূত উইটকফের বক্তব্যে আমরা স্তব্ধ। এসব মন্তব্য মধ্যস্থতাকারীদের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক এবং হামাসের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করেছে।’

এর আগের দিন, গত শুক্রবার ট্রাম্প হামাসকে যুদ্ধবিরতি আলোচনায় ভাঙনের জন্য দায়ী করে বলেন, ‘এই গোষ্ঠী এখন শিকার হবে।’ উইটকফ গত বৃহস্পতিবার বলেন, হামাসের যথেষ্ট সদিচ্ছা নেই; তাই যুক্তরাষ্ট্র আলোচনায় তাদের সম্পৃক্ততা হ্রাস করছে।

তবে আল-রিশক বলেন, ‘আমাদের অবস্থান যে গঠনমূলক ও ইতিবাচক, তা কাতার ও মিসরের মতো মধ্যস্থতাকারীরাও স্বীকার করেছে। তাই এ মার্কিন মন্তব্যগুলো বাস্তবতাণ্ডবিবর্জিত এবং নেতানিয়াহুর সরকার যে প্রকৃত বাধা, তা মার্কিন তরফে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে।’ তিনি জানান, যুদ্ধ থামানো এবং গাজার মানবিক বিপর্যয় লাঘবের জন্য হামাস শুরু থেকেই দায়িত্বশীল ও নমনীয় ভূমিকা পালন করেছে।