ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা হামাসের
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
গাজায় দুর্ভিক্ষ নেই- এমন মন্তব্য করায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল-রিশক। গত রোববার সন্ধ্যায় তিনি বলেন, গাজায় দুর্ভিক্ষ অস্বীকার করে ট্রাম্প মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ন্যারেটিভ ও মিথ্যাচারের প্রতিধ্বনি করছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আমাদের বিস্মিত করেছে, কারণ তা মধ্যস্থতাকারীদের মূল্যায়নের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং চলমান আলোচনার প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’ আল-রিশক ট্রাম্পের দাবির জোরালো নিন্দা জানিয়ে বলেন, ‘তিনি এমন এক সময়ে গাজার দুর্ভিক্ষ অস্বীকার করছেন, যখন জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো দিনরাত বলছে, অবরোধের কারণে খাদ্য ও ওষুধ না পৌঁছানোয় ডজন ডজন শিশু মারা যাচ্ছে।’ তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও তাদের অনাহারে হত্যার ইসরায়েলি অভিযানে বৈধতা জোগাচ্ছে। আল-রিশক বলেন, ‘আমরা মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানাই, তারা যেন দখলদার বাহিনীকে দায়মুক্ত করা এবং তাদের এই অনাহার নীতি ও গণহত্যায় সহায়তা করা বন্ধ করে।’
