ইসরায়েলে অভিযান আরও জোরদার করবেন হুথিরা
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইয়েমেনের হুথি আনসার-আল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। গত রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজার অবরোধ প্রত্যাহারে ইসরায়েলি শাসকগোষ্ঠীর ওপর চাপ প্রয়োগ করেন।
ইয়েমেন জোর দিয়ে বলেছে, ইসরায়েলের ওপর হামলা বাড়ানোর এই সিদ্ধান্ত একটি নৈতিক ও মানবিক দায়িত্বের অংশ, যার লক্ষ্য হলো ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব করা। বিবৃতিতে বলা হয়, ‘ইতিহাসের যে ভয়াবহতম গণহত্যা চলছে, তা আমাদের সামনে একটি গভীর ধর্মীয়, নৈতিক ও মানবিক দায় সৃষ্টি করেছে।
