ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আবার হামলা করলে কঠোর জবাব হবে
ইরানের হুঁশিয়ারি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার পারমাণবিক স্থাপনায় হামলা করে, ইরান তার কঠোর জবাব দেবে। কোনো আগ্রাসন সহ্য করবে না তার দেশ। কড়া ভাষায় লেখা বিবৃতিতে আরাকচি বলেন, ৭ হাজার বছরের প্রাচীন সভ্যতার অধিকারী ইরান হুমকি ও ভয় দেখানোর ভাষাকে আমলে নেয় না। তিনি বলেন, ‘ইরানিরা কখনও বিদেশিদের সামনে মাথা নত করেননি এবং কেবল সম্মানসূচক ডাকেই সাড়া দেন।’ ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ইরানের পাল্টাহামলার ব্যাপ্তি ও ফলাফল কতটা ধ্বংসাত্মক ছিল, তা শত্রুরা দেখেছে। সুতরাং তাদের জেনে রাখা উচিত, ভবিষ্যতে যে কোনো আগ্রাসী কাজের জবাব হবে আরও কঠোর, যা ধামাচাপা দেওয়াও সম্ভব হবে না।’ ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ উদ্দেশ্য তুলে ধরে আরাকচি বলেন, ‘তেহরান রিসার্চ রিঅ্যাক্টর’ থেকে উৎপাদিত মেডিকেল রেডিও-আইসোটোপের ওপর ১০ লাখেরও বেশি ইরানি নির্ভরশীল।’
