ইয়েমেনের হামলায় আবার ও অচল ইসরায়েলি বিমানবন্দর

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধান বিমানবন্দর তেলআবিবের বেন গুরিয়নে আবার নিখুঁতভাবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের আনসার-আল্লাহ মুভমেন্টের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত মঙ্গলবার জানান, ‘প্যালেস্টাইন-টু’ মিসাইলের মাধ্যমে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীর চালানো এ অভিযান লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে, যার ফলে লাখ লাখ ইসরায়েলির মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়, তারা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটোছুটি করেন এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। সারি জোর দিয়ে বলেন, এই ক্ষেপণাস্ত্র হামলা গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারদের চলমান গণহত্যার জবাব এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইয়েমেনের দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ। তিনি বলেন, গাজার নির্মম অবরোধ প্রত্যাহার এবং আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান অব্যাহত থাকবে। ব্রিগেডিয়ার জেনারেল সারি উল্লেখ করেন, ইয়েমেন, এর জনগণ, নেতৃত্ব ও সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের নিপীড়িত ও ক্ষুধার্ত জনগণের পাশে থেকে তাদের সহায়তায় লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, ইয়েমেন ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থেকে অবরোধ ও আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন দিয়ে যাবে। ফিলিস্তিনি জনগণের উদ্দেশে সারি বলেন, ‘ইয়েমেনি ভাইয়েরা দৃঢ়ভাবে আপনাদের পাশে আছে। আমরা আমাদের সামর্থ্যরে সবকিছুই করব, কারণ এটি আপনাদের প্রতি আমাদের ঈমানি দায়িত্ব।’ এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী গত মঙ্গলবার জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় তেলআবিব, জেরুজালেম ও আসকালান এলাকায় সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয়। ইসরায়েলের চ্যানেল টোয়েলভের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়; উড্ডয়ন ও অবতরণ দুটিই স্থগিত ছিল।