ইসরায়েল নাৎসিদের চেয়েও জঘন্য : এরদোয়ান

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত মঙ্গলবার বলেছেন, ইসরায়েল গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এবং এ সন্ত্রাসী রাষ্ট্র ২২ মাস ধরে বিশ্ববাসীর চোখের সামনে এ অপরাধমূলক নৃশংসতা চালিয়ে আসছে। আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে কাজাখ প্রেসিডেন্ট কাসিমণ্ডজোমার্ট তোকায়েভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি গাজার মানবিক পরিস্থিতিকে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পগুলোর চেয়েও ভয়াবহ ও নিষ্ঠুর বলে বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্ববাসীর সামনেই ফিলিস্তিনিদের অনাহারে রাখা হচ্ছে এবং খাবার পানি থেকে বঞ্চিত করা হচ্ছে। নিরপরাধ শিশুরা হয় ক্ষুধায়, না হয় দখলদার বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছে।’ এরদোয়ান বলেন, অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ইসরায়েলি বর্বরতার জঘন্য উদাহরণ। তিনি বিশ্ববাসীকে, বিশেষ করে ইসলামি বিশ্বকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আরও জোরালোভাবে আওয়াজ তোলার আহ্বান জানান।