এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানাল ফ্রান্স
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
গাজা সিটির ওপর পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইসরায়েলি সরকারের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স। গত শুক্রবার দেশটি সতর্ক করে দিয়েছে যে এটি সংঘাতের স্থায়ী সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় অচলাবস্থার সৃষ্টি করবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে বলেছে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং সম্পূর্ণ অচলাবস্থার দিকে পরিচালিত করবে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে এগুলো একটি কার্যকর, সার্বভৌম এবং সংলগ্ন রাষ্ট্রের মধ্যে শান্তিতে বসবাসের ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলের পরিকল্পনা ঘোষণার পর বিশ্বজুড়েই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
