‘বাংলায় কথা বলায়’ কলকাতায় যুবককে মারধর

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

স্বদেশে বড় বিড়ম্বনায় পড়েছে বাংলা ভাষাভাষী ভারতের নাগরিকরা। ‘বাংলাদেশি’ অভিযোগে প্রায়ই হেনস্তার শিকার হচ্ছেন। কাউকে মারধরও করা হচ্ছে। গত বুধবার রাতে তেমনই এক ঘটনা ঘটেছে বাংলা অধ্যুষিত কলকাতায়। বাংলাতে কথা বলায় বেধড়ক মার খেয়েছেন দুই ভারতীয় যুবক। ঘটনা গড়িয়েছে আরও বহুদূর। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, কলকাতার শিয়ালদা ব্রিজের কাছেই দুজন যুবককে হেনস্থা করেন হিন্দিতে কথা বলা এক দোকানদার। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েন ওই দুই যুবক। ঘটনার পর তারা পুলিশেও অভিযোগ দিয়েছে। খোদ কলকাতায় এমন ঘটনা ঘটায় ক্ষুদ্ধ হয়েছেন রাজ্যটির জনগণ। ক্ষোভ ঝেড়েছেন রাজনৈতিক নেতারাও। জানা গেছে, গত বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শিয়ালদাহর কাছে মোবাইলে সরঞ্জামের দোকানে যান।