ইয়েমেনে ইসরায়েলের হামলা ব্যর্থ, বলছেন বিশ্লেষকরা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টাহামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইয়েমেনের রাজধানী সানায় গত রোববারের এ হামলায় ছয়জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েল উদ্দেশ্যহীনভাবে হামলা চলালেও এর লক্ষ্য অর্জিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ, এমনটাই মনে করছেন ইসরায়েলি বিশ্লেষকরা। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান বলেছে, হামলা চালিয়ে ইয়েমেনকে ভয় দেখানো যাবে, ইসরায়েলের এ ধারণা ভুল। তারা বলেছেন, হামলা চালিয়ে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ করতে ইয়েমেনকে বাধ্য করা যাবে, এমনটা মনে করার কোনো কারণ নেই। গত রোববারের ইসরায়েলি হামলা প্রসঙ্গে চ্যানেলটি বলেছে, যেখানে হামলা হয়েছে, সেখানে উল্লেখযোগ্য কোনো লক্ষ্যবস্তু ছিল না। তারা উল্লেখ করেছেন, এরআগে ইসরায়েল ইয়েমেনি সেনাপ্রধানকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় এবং এরপর ইয়েমেন থেকে হামলার তীব্রতা আরও বেড়ে যায়। চ্যানেলটি আরও জানিয়েছে, গত রোববারের আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও হামলা চালাবে এবং পাল্টা হিসেবে হয়তো ইসরায়েলও ইয়েমেনে নতুন করে হামলা চালাতে থাকবে। এ প্রেক্ষাপটে চ্যানেলটি বলেছে, ‘যারা মনে করেছিলেন, যুদ্ধ কেবল গাজা উপত্যকায় সীমাবদ্ধ, তাদের উপসংহার ভুল। ইয়েমেন থেকে গত শুক্রবার নিক্ষিপ্ত এমআইআরভি ক্ষেপণাস্ত্র, যা বেন গুরিয়ন বিমানবন্দরসহ ইয়াফা ও আশকেলনে আঘাত হানে, এর মাধ্যমে তারা বুঝতে পেরেছেন, কোনো ফ্রন্টই শান্ত হয়নি বা কোনো কিছুই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি।’