ইঞ্জিনে আগুন, এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ-আকাশে আতঙ্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমানে আবার গোলযোগ দেখা দিয়েছে। দেশটির রাজধানী দিল্লি থেকে উড্ডয়নের পরপরই মাঝ-আকাশে আগুন দেখা গেছে ফ্লাইটের একটি ইঞ্জিনে। পরে ককপিট থেকে তড়িঘড়ি ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিমানটিকে আবার দিল্লিতে ফেরানো হয়েছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মুখপাত্র। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মভারতীয় সংবাদমাধ্যম বলছে, গতকাল রোববার সকালে দিল্লি থেকে ইন্দোরে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ ফ্লাইটটি। বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ককপিট থেকে ক্রুরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। পরে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ডান দিকের ইঞ্জিন মাঝ-আকাশেই বন্ধ করে দেন পাইলট। বিমানে সাধারণত দুটি ইঞ্জিন থাকে।
