যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম বদলে ‘যুদ্ধ দপ্তর’ রাখলেন ট্রাম্প
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম বদলে ‘যুদ্ধ দপ্তর’ রেখেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ ঘোষণা দন তিনি। তিনি জোর দিয়ে বলেছেন, এই পরিবর্তনের ফলে আরও শক্তিশালী ভাবমূর্তি তৈরি হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম আইনে নির্ধারিত থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে প্রশাসনিকভাবে ‘যুদ্ধ দপ্তর’ নামকে সেকেন্ডারি শিরোনাম হিসেবে ব্যবহার করার অনুমোদন দিয়েছেন।
নথি অনুযায়ী, প্রতিরক্ষা কর্মকর্তারা সরকারি চিঠিপত্র, জনসাধারণের সঙ্গে যোগাযোগ, আনুষ্ঠানিক অনুষ্ঠান এবং নির্বাহী শাখার অ-বিধিবদ্ধ নথিপত্রে ‘যুদ্ধ মন্ত্রী’ এর মতো গৌণ শিরোনাম ব্যবহার করতে পারবেন। এখনও স্পষ্ট নয় ট্রাম্প কবে আদেশে স্বাক্ষর করবেন, তবে শুক্রবারের তার প্রকাশিত কর্মসূচিতে বলা হয়েছে, বিকালে তিনি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন এবং হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি ঘোষণা দেবেন। প্রেসিডেন্ট, একজন বিপণন-বুদ্ধিমান রিয়েল এস্টেট ডেভেলপার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার বলেছেন, তিনি এই ধরনের পরিবর্তনের কথা ভাবছেন। গত মাসের শেষের দিকে, ৭৯ বছর বয়সি রিপাবলিকান দাবি করেছিলেন যে প্রতিরক্ষা বিভাগের নামটি খুব বেশি ‘প্রতিরক্ষামূলক।
তিনি ২৫ আগস্ট সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধ বিভাগ ‘প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের সময় নাম ছিল। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছি, আমরা সবকিছু জিতেছি’। ‘হোয়াইট হাউসের নথি অনুসারে, নাম পরিবর্তন ‘প্রস্তুতি এবং সংকল্পের একটি শক্তিশালী বার্তা বহন করে।’ মার্কিন স্বাধীনতার প্রথম দিকে প্রতিষ্ঠিত, যুদ্ধ বিভাগ ঐতিহাসিকভাবে আমেরিকান স্থল বাহিনীর তত্ত্বাবধানে করা হত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সরকার পুনর্গঠনের ফলে এটি মার্কিন নৌবাহিনী এবং বিমান বাহিনীর সাথে একত্রিত জাতীয় সামরিক প্রতিষ্ঠানের অধীনে আসে, যা ১৯৪৯ সালে প্রতিরক্ষা বিভাগের নামে পুনঃনামকরণ করা হয়।
হোয়াইট হাউসের নথিতে বলা হয়েছে, ‘যুদ্ধ বিভাগ’ নামটি পুনরুদ্ধার করা আমাদের জাতীয় স্বার্থের ওপর এই বিভাগের মনোযোগকে আরও তীক্ষè করবে এবং প্রতিপক্ষদের কাছে আমেরিকার স্বার্থ সুরক্ষিত করার জন্য যুদ্ধ করার প্রস্তুতির ইঙ্গিত দেবে’। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এবং ফক্স নিউজের প্রাক্তন উপস্থাপক পিট হেগসেথকে বিস্তৃত বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করার পর থেকে এটি পেন্টাগনের সর্বশেষ রদবদল।
একজন যুদ্ধ অভিজ্ঞ সৈনিক হেগসেথ বারবার বিভাগে ‘যোদ্ধা নীতি’ পুনরুদ্ধারের প্রচেষ্টার কথা বলেছেন এবং পূর্ববর্তী প্রশাসনের নীতিগুলোর সমালোচনা করেছেন যা তিনি এবং ট্রাম্প ‘জাগ্রত’ বলে উপহাস করেছেন। হেগসেথ উল্লেখযোগ্যভাবে সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার সৈন্যদের বহিষ্কার করার এবং কনফেডারেট সৈন্যদের সম্মানিত ঘাঁটির নাম পরিবর্তন করে তাদের মূল পদবিতে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, যা প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে নামকরণ করা হয়েছিল। হোয়াইট হাউসের নথিতে বলা হয়েছে, ট্রাম্পের এই আদেশ ভবিষ্যতের কোনো প্রেসিডেন্ট বাতিল করতে পারলেও এতে নির্দেশ দেওয়া হয়েছে যে যুদ্ধ মন্ত্রীকে আইনগত ও নির্বাহী পদক্ষেপসহ প্রয়োজনীয় ব্যবস্থা সুপারিশ করতে হবে, যাতে দপ্তরের নাম স্থায়ীভাবে পরিবর্তন করা যায়।
