ইসরায়েলে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

হোটেলে ক্ষয়ক্ষতি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত বৃহস্পতিবার এক বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতের একটি হোটেলের প্রবেশপথে আঘাত হেনেছে। এতে ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রথম আঘাতের এক ঘণ্টা পর আরেকটি ড্রোন আটকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

পরে সন্ধ্যায় হুথিরা ইসরায়েলের কেন্দ্রীয় অংশের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে তেলআবিব, জেরুজালেমসহ বহু শহরে সাইরেন বাজতে থাকে। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের স্থানে বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা কাজ করছে এবং ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। আইডিএফ বলছে, ওই ড্রোনটি প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো সম্ভব না হওয়ায় তদন্ত চলছে। দৃশ্যমান ফুটেজে দেখা গেছে, আঘাতের পর হোটেলের বাইরে আগুন ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকর্মীরা তা নেভাতে ব্যস্ত ছিলেন।

হুথিদের দাবি : হুথিরা জানিয়েছে, তারা তেলআবিবে একটি ‘সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তুতে’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়া এলাতকে লক্ষ্য করে তিনটি এবং বেয়ারশেভার দিকে আরেকটি ড্রোন পাঠানো হয়েছিল বলে দাবি করেছে তারা। এর কিছু ড্রোন ইসরাইল পৌঁছানোর আগেই ভূপাতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ১৮ মার্চ গাজায় হামাসবিরোধী অভিযান পুনরায় শুরু করার পর থেকে হুথিরা অন্তত ৮৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে।

এলাত এরই মধ্যে বহুবার হুথিদের হামলার লক্ষ্য হয়েছে। চলতি মাসের শুরুতে এক ড্রোন শহরের রামোন বিমানবন্দরে আঘাত হানে, এতে ক্ষয়ক্ষতি হয় এবং একজন সামান্য আহত হন। ইসরায়েল গত মঙ্গলবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা বন্দরে হুথি-নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। গত মাসে সানায়া ইসরায়েলি হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত হন। তখন ইসরায়েল হুথি নেতৃত্বের বিরুদ্ধে ‘এটি কেবল শুরু’ বলে হুঁশিয়ারি দেয়।