বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে না দিলে খারাপ কিছু ঘটবে

বললেন ট্রাম্প

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে আফগানিস্তান সঙ্গে ‘খারাপ কিছু’ ঘটবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ঘাঁটিটি পুনরুদ্ধারে সেনা পাঠোনোর সম্ভাবনাও বাতিল করেননি তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, ‘বাগরাম বিমান ঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র, আফগানিস্তান যদি ফিরিয়ে না দেয়, তবে খারাপ কিছু ঘটতে যাচ্ছে।’ এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের শুরুর দিকেই বিমান ঘাঁটিটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসে।

তার ২০ বছর পর, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ঘাঁটিটি তালেবানের দখলে যায়। গত শুক্রবার ওভাল দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে তিনি আফগানিস্তানের সঙ্গে কথা বলছেন। আফগান কর্মকর্তারা অবশ্য সেদিনই তাদের দেশে মার্কিন বাহিনীর পুনঃউপস্থিতির যে কোনো সম্ভাবনাকে খারিজ করে দিয়েছিলেন। রয়টার্স জানিয়েছে, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করা দেশটিতে ফের আক্রমণ করার মতো দেখাতে পারে, সেখানে ১০ হাজারেরও বেশি সেনার পাশাপাশি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হবে।

ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, তিনি চান যুক্তরাষ্ট্র পানামা খাল থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত অঞ্চল ও স্থান অধিগ্রহণ করুক। কয়েক বছর ধরেই বাগরামের দিকেও তার নজর ছিল বলে ধারণা পাওয়া যাচ্ছে। ঘাঁটিটি পুনর্দখল করতে তিনি মার্কিন সেনা পাঠাবেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দিতে রাজি না হয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এটা নিয়ে কথা বলব না।’ হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। আর আমরা এটি ফেরত চাই এবং দ্রুত ফেরত চাই, এখনই। ‘তারা যদি তা না করে, আপনারা দেখবেন আমি কী করতে যাচ্ছি।’ বিশাল এলাকাজুড়ে বিস্তৃত বাগরাম বিমানক্ষেত্রটি আফগানিস্তানে দুই দশক ধরে যুদ্ধরত অবস্থায় মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে বিস্তৃত এই ঘাঁটিটির নিরাপত্তা নিশ্চিত করা বেশ কঠিন হবে এবং এটি পরিচালনা ও রক্ষা করার জন্য প্রচুর জনশক্তি দরকার হবে। যদি আলোচনার মাধ্যমে তালেবান বাগরামে যুক্তরাষ্ট্রের পুনরাধিকার মেনেও নেয় তাহলেও একে অনেকগুলো হুমকি থেকে রক্ষা করতে হবে। এগুলোর মধ্যে আফগানিস্তানে থাকা ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার জঙ্গিদের হুমকি অন্যতম। পাশাপাশি এটি ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির ক্ষেত্রেও অরক্ষিত প্রমাণিত হতে পারে। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর পর কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে তেহরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।