ইসরায়েলের দুই শহরে রকেট হামলা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি সেনাবাহিনী গত রোববার জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরে দুই দফা রকেট হামলা হয়েছে। সেনাবাহিনীর মতে, একটি রকেটকে বাধা দিয়ে ভূপাতিত করা সম্ভব হলেও অন্যটি আঘাত হেনেছে। রকেট হামলার সময় আশদোদ এবং আশকেলনে সাইরেন বাজানো হয়। অন্য এক ঘটনায়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজাসিটির উপকণ্ঠে একটি সাঁজোয়া যান উল্টে গিয়ে তাদের ১০ জন সেনা আহত হয়েছেন। হিব্রু ওয়েবসাইট ‘ওয়ালা’ জানিয়েছে, গত রোববার স্থানীয় সময় ভোর সোয়া ৫টা নাগাদ উত্তর গাজায় একটি হামার জিপ উল্টে যায়। আহত সেনাদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে জেরুজালেমের হাদাসাহ আইন কেরেম হাসপাতালে বিমানযোগে নিয়ে যাওয়া হয়; বাকি আটজনকে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলের চ্যানেল সেভেন জানিয়েছে, আহত সেনারা কফির ব্রিগেডের সদস্য। এ ঘটনার একদিন আগে, শনিবার ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছিল, গাজাসিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় স্নাইপারের গুলিতে ৪০১তম ব্রিগেডের এক সেনা গুরুতর আহত হন। ইসরায়েলি সূত্র আরও জানায়, দুটি সামরিক হেলিকপ্টার গাজা থেকে আহতদের তেলআবিবের হাসপাতালগুলোতে সরিয়ে নিয়েছে। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা দখলের উদ্দেশ্যে তাদের আগ্রাসনের গতি বাড়াতে হাজার হাজার পদাতিক, সাঁজোয়া ও প্রকৌশল সেনা মোতায়েন করেছে। এ আগ্রাসনে গত রোববার আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৬৫ হাজার ২৮৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। আগ্রাসনে জনসংখ্যার একটি বিশাল অংশ বাস্তুচ্যুত হয়েছে। সামরিক হামলার পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে একটি মানবসৃষ্ট দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে, যার ফলে শত শত ফিলিস্তিনি মারা গেছেন, যাদের বেশিরভাগই শিশু। আরও লক্ষাধিক ফিলিস্তিনি মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
