আসিম মুনিরের প্রশংসাকে ‘সম্মান’ বলে মনে করেন ট্রাম্প

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসাকে ‘সম্মান’ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার মার্কিন সামরিক নেতাদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, পাকিস্তানি ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের সঙ্গে তাদের সাম্প্রতিক সংঘাত বন্ধে তার ভূমিকার প্রশংসা করেছেন, যা শেষ পর্যন্ত লাখ লাখ জীবন বাঁচিয়েছিল। গতকাল বুধবার জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়- ট্রাম্প বলেন, মুনির বলেছিলেন যদি সংঘাত বাড়ত, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতো। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ফিল্ড মার্শাল মুনিরের মন্তব্য তার উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, ‘আমি সত্যিই তার মন্তব্য পছন্দ করেছি।’ সেনাবাহিনী প্রধান (সিওএএস) আসিম মুনির দুই জেনারেলসহ অন্যদের উপস্থিতিতে এই পর্যবেক্ষণগুলো দিয়েছেন। যা তার কথার ওজন বাড়িয়েছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। সেনাপ্রধানের সঙ্গে দুবার বৈঠকের পর এমন মন্তব্য করলেন ট্রাম্প। জুলাই মাসে, ট্রাম্প এবং মুনির হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে মধ্যাহ্নভোজের সময় একত্রিত হন। যেখানে ফিল্ড মার্শাল ট্রাম্পের রাষ্ট্রনায়কত্ব এবং বিশ্ব সম্প্রদায়ের মুখোমুখি বহুমুখী চ্যালেঞ্জগুলো বোঝার এবং মোকাবিলা করার ক্ষমতার প্রশংসা করেন। এই মাসের শুরুতে তাদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। যখন ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল মুনির হোয়াইট হাউসে একটি বৈঠক করেন। সে সময় প্রধানমন্ত্রী শেহবাজ ট্রাম্পের প্রতি গভীর প্রশংসা প্রকাশ করেন, তাকে বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে আন্তরিক প্রচেষ্টায় নিয়োজিত ‘শান্তির মানুষ’ হিসাবে বর্ণনা করেন।