স্বাভাবিক হচ্ছে ইন্টারনেট সেবা, আফগানদের উচ্ছ্বাস

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

হঠাৎ করেই আফগানিস্তানের তালেবান সরকার গত সোমবার থেকে দেশটির ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করতে শুরু করে। একদিনের মধ্যেই পুরোপুরি বন্ধ হয়ে যায় এই গুরুত্বপূর্ণ সেবাগুলো। এতে দেশজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় বয়ে যায়। তালেবানের ওই উদ্যোগের প্রায় ৪৮ ঘণ্টা পর ইন্টারনেট সেবা আবারও চালু করা হচ্ছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করছেন আফগান নাগরিকরা। স্থানীয় সাংবাদিকেরা জানান, যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে আবারও স্বাভাবিক হচ্ছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, নেটওয়ার্ক ডেটা অনুযায়ী ‘সংযোগ আংশিকভাবে চালু’ হয়েছে। সরকার ঘনিষ্ঠ এক সূত্র বিবিসি আফগানকে নিশ্চিত করেছে যে, তালেবান প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্টারনেট আবারও চালু করা হয়েছে। ৪৮ ঘণ্টার এই ব্ল্যাকআউট আফগানিস্তানে ব্যবসা-বাণিজ্য ও ফ্লাইটে ব্যাঘাত সৃষ্টি করেছিল। পাশাপাশি জরুরি সেবায় প্রবেশ সীমিত করেছিল। এতে নারীদের আরও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা বেড়ে যায়। বিশ্লেষকদের মতে, ২০২১ সালে তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে নারীদের অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছে। গত বুধবার সন্ধ্যায় রাজধানী কাবুলে হাজারো আফগান নাগরিক পথে নেমে ইন্টারনেট ফিরে আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান বিবিসিকে বলেন, ‘সবার মুখে হাসি, সবাই ফোনে আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলছেন।’ ‘ইন্টারনেট সেবা চালু হওয়ায় নারী থেকে শুরু করে পুরুষ ও তালেবান সদস্য সবাই ফোনে কথা বলছিলেন। এখন শহরে আরও ভিড় দেখা যাচ্ছে’, যোগ করেন তিনি। কাতারে জ্যেষ্ঠ তালেবান মুখপাত্র সুহাইল শাহীনের বক্তব্য, গত বুধবার দুপুরের মধ্যে ‘সব ধরনের যোগাযোগব্যবস্থা’ চালু করা হয়েছে।