হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে উঠছে
বললেন ইরানি স্পিকার
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হিজবুল্লাহ এখনও বেঁচে আছে এবং তারা ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে, যদিও অমঙ্গল কাঙ্ক্ষিরা অন্য কিছু দেখাতে চায়। গত বৃহস্পতিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ও অন্যান্য নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গালিবাফ বলেন, ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি একসময় বলেছিলেন, পূর্ববর্তী শাহ শাসন ছিল ইসরায়েলি শাসন ও আমেরিকার হাতে নিয়ন্ত্রিত এক পুতুল সরকার। কিন্তু ইসলামী বিপ্লব সেই পরিস্থিতি বদলে দেয়।
তিনি বলেন, ‘হিজবুল্লাহ বেঁচে আছে এবং প্রতিদিনই শক্তিশালী হচ্ছে। প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়েছে এমনটা ভাবা ভুল। ইসরায়েল হিজবুল্লাহ ও লেবাননের প্রতিরোধ শক্তিকে ভয় পাচ্ছে। এসব আন্দোলনকে নিরস্ত্র করার প্রচেষ্টা ব্যর্থ হবে।’ তিনি আরও বলেন, ‘ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করে।’ ইরানি স্পিকার আরও বলেন, ‘আব্রাহাম চুক্তির মতো স্বাভাবিকীকরণ পরিকল্পনা কখনই প্রতিরোধকে থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।’
