গাজায় যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হতাহত আট

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সিদন জেলার আল-নাজারিয়াহ গ্রামে চালানো এ হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। টিভি আল-মানার স্যাটেলাইট চ্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলার ফলে অল্প সময়ের জন্য বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশকে সংযুক্তকারী মহাসড়কটি বন্ধ হয়ে যায়। হিজবুল্লাহর আল-মানার টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে একটি সবজি ভর্তি গাড়ি যাচ্ছিল।