মুসলিমদের নিরাপত্তায় আরও অর্থ বরাদ্দ দেবে যুক্তরাজ্য
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইসলাম বিদ্বেষী অপরাধ ও হামলা থেকে মুসলিম সম্প্রদায়কে রক্ষা করতে অতিরিক্ত ১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার নিরাপত্তা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ২০২৫ সালে মুসলিম সম্প্রদায়ের জন্য আগে থেকেই ৩ কোটি ৪ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার আগুনে পুড়ে যাওয়া পিসহ্যাভেনের মসজিদ দেখতে গিয়ে এই ঘোষণা দিয়েছে স্টারমার। স্টারমার বলেন, আমরা চাই মুসলিম সম্প্রদায় শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারুক। যে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা মানে আমাদের পুরো জাতি ও মূল্যবোধের বিরুদ্ধে হামলা। এই তহবিল মুসলিম সম্প্রদায়কে নিরাপদ পরিবেশে বসবাস ও ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার জন্য সহায়তা করবে।
