প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে নিউ ইয়র্ক, দুইজনের প্রাণহানি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে দুজনের প্রাণহানি হয়েছে। গত বৃহস্পতিবারের ওই দুর্যোগের কারণে একাধিক স্থানে বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শহরের মেয়র এরিক অ্যাডামস তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ৩০ অক্টোবর রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। প্রায় কয়েকঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল, এক বিকালে ১০ মিনিটেই তা ছাড়িয়ে গেছে। বিভিন্ন স্থানে বন্যা ও ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এছাড়া, জন এফ কেনেডি, লা গুয়ারদিয়া এবং নেওয়ার্ক বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, একাধিক ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেন্ট্রাল পার্কে ৪ দশমিক ৭ সেন্টিমিটার, লা গুয়ারদিয়া বিমানবন্দরে ৫ দশমিক ৩১ সেন্টিমিটার এবং নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ দশমিক ০৫ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের উপকূলীয় কিছু এলাকায় প্লাবনের সতর্কতা জারি করেছে মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ।
