নিজেদের তৈরি যুদ্ধবিমান ‘কান’-কে আরও উন্নত করছে তুরস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
নিজেদের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘কান’-কে আরও উন্নত করছে তুরস্ক। এরইমধ্যে এ কাজ শুরু হয়েছে শিডিউল অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের। গতকাল তুরস্কের পার্লামেন্টে প্রশ্নোত্তরপর্বে ইয়াসের গুলের জানিয়েছেন, কানের ইঞ্জিন আরও শক্তিশালী এবং আধুনিক করার কাজ চলছে। বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরও শক্তিশালী ইঞ্জিন তৈরির কাজ শুরু করেছে।
তুরস্কের যুদ্ধবিমান কান ‘টিএফএক্স’ নামেও পরিচিত। ২০১৫ সালের ডিসেম্বরে নিজস্ব প্রযুক্তি ও উদ্যোগে আধুনিক যুদ্ধবিমান তৈরির ঘোষণা দেয় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরের বছর ২০১১ সালে রাষ্ট্রায়ত্ত কোম্পানি টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
প্রস্তাবিত কান বা টিএফএক্স পঞ্চম প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধবিমান। সেই হিসেবে এর গতিবেগও হবে অকল্পনীয়।
