ইরাকের গ্যাসক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের গুরুত্বপূর্ণ একটি গ্যাসক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রের পরিচালক প্রতিষ্ঠান ডানা গ্যাস গতকাল বৃহস্পতিবার জানায়, ওই হামলার পর একটি স্টোরেজ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন স্থগিত রাখা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত বুধবার রাতের ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডানা গ্যাস জানায়, কর্মীদের কেউ আহত হয়নি। জুলাইয়ে ড্রোন হামলার ধারাবাহিকতায় বিভিন্ন তেলক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই আঘাতটিকেই সবচেয়ে গুরুতর বলে বিবেচনা করা হচ্ছে। সে বারের হামলায় ওই মাসে আঞ্চলিক উৎপাদন দৈনিক প্রায় দেড় লাখ ব্যারেল কমে যায়। ডানা গ্যাস জানায়, হামলায় লিকুইড স্টোরেজ ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি শেয়ারবাজারে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়। ট্যাংকটি নতুন স্থাপনার অংশ, যা আংশিকভাবে মার্কিন সরকারের অর্থায়নে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকাদারের মাধ্যমে নির্মিত হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত একটি শিল্পসূত্র জানায়। কেএম২৫০ প্রকল্পের আওতায় স্থাপন করা এই নতুন স্থাপনা খোর মোর ক্ষেত্রের উৎপাদনক্ষমতা ৫০ শতাংশ বৃদ্ধি করেছে বলে ডানা গ্যাস ও ক্রিসেন্ট পেট্রোলিয়াম গত অক্টোবর জানিয়েছিল। খোর মোরে কর্মরত এক প্রকৌশলী বলেন, দমকলকর্মীরা গতকাল বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।