প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ৫২ শতাংশ
দাবি জান্তা সরকারের
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের সামরিক জান্তা জানিয়েছে, দেশটিতে চলমান তিন ধাপের জাতীয় নির্বাচনের প্রথম পর্বে ভোটার উপস্থিতি ছিল ৫২ শতাংশের সামান্য বেশি। গত রোববার অনুষ্ঠিত প্রথম ধাপে ১০২টি টাউনশিপে ছয় মিলিয়নের বেশি মানুষ ভোট দিয়েছেন, যা মোট নিবন্ধিত ভোটারের ৫২.১৩ শতাংশ বলে জানিয়েছে জান্তার মুখপাত্র জাও মিন তুন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমকে জাও মিন তুন বলেন, ‘উন্নত গণতান্ত্রিক দেশগুলোতেও অনেক সময় ভোটার উপস্থিতি ৫০ শতাংশ ছাড়ায় না এবং এই হারকে তিনি গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।
