ইউক্রেনের হামলায় বিদ্যুৎহীন রাশিয়ার সাড়ে পাঁচ লাখ মানুষ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের হামলায় জেরে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। শীতের মধ্যে বিদ্যুৎ, পানি ও গরম তাপের ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। রুশ কর্তৃপক্ষ বলছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির খবর নেই। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইউক্রেনের হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলের বেলগোরোদ এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে অন্তত সাড়ে পাঁচ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। ২০২২ সালে মস্কো ও কিয়েভের মধ্যে সশস্ত্র সংঘাত শুরুর পর থেকেই প্রায় ৩ লাখ ৩০ হাজার জনসংখ্যার শহর বেলগোরোদে নিয়মিত ইউক্রেনীয় ড্রোন ও রকেট হামলা হচ্ছে।

গতকাল শুক্রবার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ জানান, রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় একটি অবকাঠামোতে ‘গুরুতর ক্ষতি’ হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন বলেও তিনি জানান। পরে টেলিগ্রামে দেয়া এক ভিডিও বার্তায় গ্লাদকভ বলেন, স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত ছয়টি পৌর এলাকায় মোট ৫ লাখ ৫৬ হাজার মানুষ বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়েছেন। একই সঙ্গে প্রায় দুই হাজার অ্যাপার্টমেন্ট ভবনে গরম তাপের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এবং প্রায় দুই লাখ মানুষ ঘরে পানির সরবরাহ পাচ্ছেন না। শুক্রবার সকালে বেলগোরোদের তাপমাত্রা ছিল প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে তা নেমে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। টেলিগ্রামভিত্তিক বিভিন্ন সংবাদ চ্যানেলের খবরে বলা হয়েছে, প্রথমে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে, এর পরপরই একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি বিদ্যুৎকেন্দ্র ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে থাকতে পারে। রাশিয়া এর আগেও একাধিকবার অভিযোগ করেছে, পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইউক্রেন।

অন্যদিকে একই রাতে ইউক্রেনীয় কর্মকর্তারা কিয়েভে ড্রোন হামলা ও বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়েছেন। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইউক্রেনের অস্ত্র উৎপাদন শিল্পে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত গ্রিডের অংশগুলোই মস্কোর হামলার টার্গেটে রয়েছে।