ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা
বিক্ষোভ মুর্শিদাবাদে
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে পশ্চিবঙ্গের এক শ্রমজীবীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে ঝাড়খণ্ডে নিজের ঘর থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। মৃত ওই ব্যক্তির নাম আলাউদ্দিন শেখ, বয়স ৩৬ বছর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর গ্রামে তার বাড়ি। প্রায় ৫ বছর আগে উপার্জনের আশায় ঝাড়খণ্ড যান তিনি; সেখানে ফেরিওয়ালার কাজ করতেন।
আলাউদ্দিনের ভগ্নিপতি ওসমান শেখ জানান, গত পরশু তার শ্যালক তাকে ফোন করে বলেছিলেন, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে তাকে। সর্বত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড দেখালেও বিশেষ লাভ হচ্ছে না। গোটা ঘটনায় ভয় পাচ্ছেন বলেও জানিয়েছিলেন তিনি। তারপর গত বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সদস্যরা আলাউদ্দিনের সঙ্গে কথা বলেন। তারপর থেকেই বন্ধ ছিল তার মোবাইল ফোন। এদিকে শুক্রবার সকালে আলাউদ্দিনের মৃত্যুর খবর তার গ্রাম সুজাপুর গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা।
