‘গাজা নির্বাহী বোর্ড গঠন ইসরায়েলি নীতির পরিপন্থি’

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

গাজা নির্বাহী বোর্ড গঠনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, তা ইসরায়েলের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই করা হয়েছে এবং এটি সরকারের নীতির পরিপন্থি। গত শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এমন দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নেতানিয়াহুর কার্যালয় বিবৃতিতে বলেছে, পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করবেন। তবে বিবৃতিতে বোর্ডের কোন দিকটি ইসরায়েলি নীতির সঙ্গে সাংঘর্ষিক, তা স্পষ্ট করা হয়নি। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলি সরকারের এক মুখপাত্র।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, হোয়াইট হাউজ শুক্রবার যে নির্বাহী বোর্ডের ঘোষণা দিয়েছে, তাতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের নাম রয়েছে। তবে ইসরায়েল দীর্ঘদিন ধরেই গাজায় তুরস্কের যেকোনও ভূমিকার বিরোধিতা করে আসছে। বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী সিগ্রিড কাগ, একজন ইসরায়েলি-সাইপ্রাস বংশোদ্ভূত ধনকুবের এবং সংযুক্ত আরব আমিরাতের একজন মন্ত্রী।