রাফা ক্রসিং ‘সীমিত পরিসরে’ খুলতে রাজি ইসরায়েল

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

গাজায় মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং পুনরায় খোলা ট্রাম্পের অক্টোবরের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ। ইসরায়েলি সেনারা যুদ্ধ চলাকালীন সীমান্তটি দখল করার পর থেকে এটি বন্ধ অবস্থায় রয়েছে।

গত রোববার জেরুজালেমে আলোচনার সময় মার্কিন দূতরা ইসরায়েলি কর্মকর্তাদের সীমান্তটি পুনরায় খোলার জন্য চাপ দিয়েছিলেন বলে ইসরায়েলি গণমাধ্যেমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও মানবিক সহায়তা সংস্থাগুলোর দাবি, গাজায় যেন আরও বেশি ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত গাজার বাসিন্দারা এখন অত্যাবশ্যকীয় চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও অন্য জিনিসপত্রের সরবরাহের জন্য ত্রাণের ওপর পুরোপুরি নির্ভর করছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় গতকাল সোমবার জানিয়েছে, ইসরায়েল পুনরায় রাফা ক্রসিং খোলার জন্য সম্মত হয়েছে।