রোজার নিয়ত

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সাহরি খেতে পারি আর না পারি, রোজা রাখতে হবে। রোজার নিয়ত আরবিতে কিংবা বাংলায় মুখে উচ্চারণ করা লাগে না। রাতে বা ভোরে মনে মনে এই সংকল্প করতে হয় যে, আমি আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য রোজা রাখছি- এটাই নিয়ত।